যে মানুষ টা চোখের কালি দেখে বুঝতে পারেনা
কত রাত জেগেছে এ মন
কত নোনাজল লুকিয়েছে কালো বালিশে
তাকে কি করে ভালোবাসি?
যে মানুষটা শুকনো লাল ঠোঁট দেখে
বুঝতে পারেনা দেহ পুড়ে যাচ্ছে নীল জ্বরে
তাকে কি করে ভালবাসি?
কাজের ভুল
হাসি হীন মুখ
উদাস চোখ দেখে
যে বুঝতে পারেনা কয়েক দিনের ছুটি নিয়ে
তার সাথে সে আকাশ দেখতে চাই
তাকে কি করে ভালোবাসব ?
ভীষণ শরীর খারাপে
যে পাশে বসে মাথায় হাত বোলায় না
কয়েকটা ওষুধ কিনে দিয়েই
যার দায়িত্ব শেষ হয়ে যায়
তাকে কি করে ভালোবাসব ?
যে হাতের শূন্যতা দেখে বোঝেনা
হাতের উপর প্রিয় হাত টা চাইছি
তাকে?
তাকে কি ভাবে ভালোবাসব?
এখন অঙ্কে হেরে যাই বার বার
এতো গুলো না সমান সমান কি করে হ্যাঁ হয়ে যায়
জানিনা
এতোগুলো শুন্যতা নিয়েও
একশো হয়ে যায় অনায়াসে
বেশ কিছু ক্ষত কখন
রূপ বদলে মলম হয়ে যায়
টের পাওয়া যায় না
ইটস ম্যাজিক