ইচ্ছে হয় নীল সমুদ্রের গভীরে
ডুব দিতে ।
যেখানে মুক্তা-ঝিনুক সযত্নে
লালন করছে মুক্তা।
কল্পনার রকেটে চেপে মহাশূন্যে
দেখতে চাঁদবুড়ির আলপনা।
ইন্দ্রলোক অমরাবতিতে
অপ্সরাদের নৃত্য।
অলির গুঞ্জনে কলি থেকে
ফুলের যৌবন-লাভ !
নপুষক মৌমাছিদের নিরালস শ্রমদানে
স্বার্থপর মৌ-রানীর জন্যে মৌচাক গড়া।
ধর্মের নামাবলি জড়িয়ে
বোকা ভক্তদের ধর্মাহুতি।
ধর্মের নামে
অগুনতি নরবলি !
বধূ-প্রেমে গর্ভধারিনী
মায়ের দুধের ঋণ-শোধ!
দেশ ভক্তির জিগির দিয়ে
জনগণকে গান্ধারি করা!