আমার পেন্সিলে অন্ধকার লেগেছে
অথচ
ছবি আঁকতে চাই
তোমার রঙ প্রিয় জানি
কিন্তু এ বেলায় রঙ নাই
আছে অবহেলা অন্যায় অত্যাচার
তাই দিয়েই আঁকলাম…
ঘণ কালো তুমুল কালো
(আমার)নিখুঁত ইচ্ছে থেকে
চঞ্চল আলোর জন্ম হল- জোনাকি
পূর্ণিমায় ভেসে যাচ্ছে ক্যানভাস
শুনতে পেলাম ভালোবাসি
পেন্সিলের ঠোঁট থেকে
খসে গেল আর্বজনা