ইচ্ছে ঘুড়ি উড়তে থাকে মন বিহনের উল্লাসে,
সব কিছু আজ পাই গো খুঁজে উদার তোমার মন বিলাসে।
পড়ছে চোখে নীল নীলিমায় উড়ছে খুশির শ্বেত বিহঙ্গ,
আজকে কেবল বিলিয়ে দেব ,রইবে তোমার সঙ্গ।
কি আসে-যায় ফকির হলে ওই মুখেতে যাদুর ছোঁয়া,
ভালোবাসায় মাতাল হবো,উঠবে ফুটে প্রেমের রোয়া।
আজ খুশিতে গাঁথবো মালা পড়িয়ে দেব তোমার গলে,
নয়ন ভরে দেখবো শুধু হাসছে রবি তোমার ভালে।
নেয় যদি নিক আমায় কেড়ে পরাজয়ের ওই অভিমান,
ভালোবাসায় দগ্ধ হবো,মুগ্ধ হবো থাকনা প্রেমের শেষ আহ্বান।
অনেক কিছু চাওগো সবাই হয় না কোন সঞ্চয়,
কেবল ভালোবাসাই চেয়ে দেখো ,আসবে মনে নির্ভয়।