কানামাছি জীবন জুড়ে শুধুই লুকোচুরির সাতকাহন ,
অন্ধকার আলোর খুনসুটির মাঝে চলে মেঘ রোদ্দুর খেলা,
সম্ভাবনার পাপড়ি গুলো খেয়া বায় রক্তহীন সময়ে,
ভাবনার নির্বাসিত ইচ্ছেরা লুটোপুটি খায় অবান্তর খেয়ালের নকশীকাঁথায়…….
বিদ্রোহী পা বেমালুম হাঁটে চেনা ছকের বাইরে –
বিবাগী মনবাউল গানের সুরে জীবনের কথা বলে ;
হৃদয়ের ভাঁজে জমে বিস্তর ধূলিকণা,
না পাবার ভীড়ে দুএক ফোটা ঝরে টুপটাপ ,
অজস্র শব্দ পথ হারায় দেয়ালে পিঠ ঠেকে;
শব্দজব্দের ছক শূন্যই রয়ে যায় সঠিক শব্দের খোঁজে…..
মৌন মিছিল এগিয়ে আসে অজস্র পদধ্বনিতে,
আজন্ম ছুটে চলা নিরলস লক্ষ্যহীন গন্তব্যে,
নিপাট ভাবনাগুলো একাকীত্বে ভোগে এলোমেলো আলো পথে,
রঙিন খামবন্দী মনের ইচ্ছেরা তবু হতে চায় রংধনু…………