চল চলি,
ভালোবাসার সমুদ্র বুকে নিয়ে-
লেভেল ক্রসিং জুড়ে তেপান্তরের মাঠের শেষ প্রান্ত পর্যন্ত,
ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে এখনও বসন্তের আদিখ্যেতা,
ইচ্ছের বনপলাশ কবিতা লেখে,
গান গায়,
ঝরে শিমুল কৃষ্ণচূড়া,
আছড়ে পড়ে দু-এক পশলা ওষ্ঠের টুপটাপও…..
আমি রংধনু হবো তোর মনদরিয়ায়,
সবকটা রং বিচ্ছুরণ শুষে নেব বিস্মরণের সহজপাঠে,
অনুরাগের প্লাবন স্রোত ভেসে ভুলভাল বকে চলে,
খড়কুটো খুঁজে চলে পরিযায়ী বাতিঘর,
দু চোখের নোনা সমুদ্রে ডুব দিয়ে লিখি অন্তমিল……
আগামীর বুকে আঁকা মানচিত্রের স্বপ্নবৈভব,
স্নায়বিক চেতনায় প্রোজ্জ্বল সন্ধ্যের শুকতারা,
ইচ্ছের বহুবিধ রংতুলিতে লিখে রাখি স্বরলিপি,
খুনসুটির ব্যাকরণে দাঁড়ি কমা সেমিকোলন কবেই মুখ লুকিয়েছে,
শব্দের নিখুঁত জাদুকরী উচ্চারণে প্রেম ঝরে অনিঃশেষ,
কেউ ডাকবে,
সেই অছিলায় পাগলামিটা আরও দীর্ঘায়িত হয়……….