বাংলা আমার মা, বাংলা আমার ভাষা।
বাংলা আমার গর্ব, আমার অহংকার।
আমার মা যখন শব্দ জুড়ে জুড়ে কথা বলে,
তখন আমার মায়ের মুখে যেন মধুর বাণী ঝরে!
আমার মা যখন শত ব্যস্ততার মধ্যে রবীন্দ্রসংগীত গুনগুনিয়ে ওঠে,
তখন আমার মায়ের ঠোঁটে সুধা ঝরে পড়ে!
মা যখন আমায় চোখ পাকিয়ে শাসন করে,
তখন সেই শব্দের মধ্যে সোহাগ উথলে ওঠে।
আমার মা যখন অভিমান করে,
তখন সেই অভিমানী অশ্রু ধারায় কতো না বলা কথা নীরবে ঢেউ তুলে আমাতেই মিশে যেতে থাকে।
মা যখন রিনিঝিনি শব্দ তুলে হাসতে থাকে,
তখন সেই হাসির রেশ আলো হয়ে আমার মনে ছন্দ তোলে।
শত বিপদে মায়ের বুকেই মাথা রাখতে ইচ্ছে করে।
আমার মা আমার বাংলা।
আমি এই ভাষাতেই কাঁদি,
এই ভাষাতেই হাসি,
এই ভাষাতেই মনের কথা শব্দ জুড়ে লিখি।
মা কে মাম্মী নয়, শুধু ‘মা’ বলেই ডাকতে ভালোবাসি!