পৌষ মাসে শীতের পরশে
রসনা তৃপ্ত গুড়ের পায়েসে
নবান্ন উৎসব মনের হরষে
বাঙালী মাতে তাই উল্লাসে।
জীবন পথের প্রতিটি স্পন্দন
মিঠে রোদে কুড়ায় অভিনন্দন
কুসুমিত ফুল শোভিত কাননে
অলিরা নেচে বেড়ায় গুঞ্জনে।
বিশ্বসাথে হয় অপার আনন্দযোগ
ঝরা পাতায় হেমন্তের অভিযোগ
ঘন কুয়াশায় শীতের আহ্বান
শিমুল পলাশ গায় বসন্তের গান।