জীবনযাত্রার পথে শত
বিঘ্ন বাধা আসবে ধেয়ে,
সাহস করে যাও এগিয়ে
গন্তব্য পথ ভয় না পেয়ে।
বুদ্ধি বল’কে সতেজ রেখে
ধৈর্য ধরে চলতে হবে,
ন্যায় ও সত্য পথে জেনো
সফলতা সদা রবে।
সুখ ও দুঃখ নিয়েই জীবন
ভবের সংসার সাগর মাঝে,
জীবন তরী যাও বেয়ে যাও
সৎ পথেতে সকাল সাঁঝে।
জীবন মানে জয় পরাজয়
ঘাত প্রতিঘাত লেগেই থাকে,
মনের শক্তি সাহস বলে
দূরে ঠেলে ফেলবে তাকে।
স্বপ্ন পূরণ করতে হলে
সততার সাথ চলো পথে,
ন্যায় ও ধর্মের হালটি ধরে
আসবে বিজয় স্বর্ণরথে।