আসবে তুমি প্রতীক্ষায় তাই
একা বিজন ঘরে,
মন বিচঞ্চল উছল অতি
খুশিতে রয় ভরে।
হৃদয় আমার হয় উতলা
ধৈর্য নাহি মানে,
দিবস যামী অনুরাগের
পুলক জাগে প্রাণে।
নয়ন সদাই ব্যাকুলিত
তোমায় দেখার তরে,
মনের বীণার তারে যে তাই
সুরের গমক ঝরে।
কত স্বপন চিত্ত মাঝে
জাগে ক্ষণে ক্ষণে,
হবে দেখা, আসবে তুমি
প্রেম শিহরণ মনে।