পুরুষের কাঙ্খিত নারী সাধিত মজ্জায়
যুগ যুগ ধরে
আদিম অরণ্যের বর্বরতায়।
বেআব্রু নারী লজ্জায়
উলঙ্গ অন্ধকারে ৷
সৃষ্টির নিগূঢ়তম রহস্যের অগোচরে
অন্তরালে ছায়ায়
নারী চিরতরে ৷
সভ্যতার আলো পৌঁছে যায়
দূর অজানা গুহার গহ্বরে ৷
আর্য অনার্যের বহু যুগ ধরে
সৃষ্টির উল্লাসে নিজেকে উৎসর্গ করে ৷
লাবণ্যময়ী নারী ওড়াল বিজয়কেতন
আজ মঙ্গলের লাল মাটির উপরে ৷
গার্গী মৈত্রেয়ী রম্ভা মেনকা রূপে
কখন নারী সেজেছে সভ্য পোষাকে
লাস্যময়ী সভায় কামনা জাগিয়েছে
যুগে যুগে পুরুষের দীপ্ত বুকে ৷
যদিও নারী মিশরের পিরামিড
হরপ্পার সভ্যতায়
শাহজাহানের সমাধিতে
আজও শান্তিতে ঘুমায় ৷
উদ্ভ্রান্ত পৃথিবী যখন
ক্লান্ত তীব্র ঝঞ্ঝায়
জননী জায়া কন্যা
স্বরূপ শক্তি মহিমায় ৷
পুরুষের লালসায়
আজও বর্বর যুগের বিদিশা
মন হিংস্রতায়
কুমারিত্বের পরম স্বাদের আশা।
আজও পুরুষ নিমগ্ন
উলঙ্গ ব্যাভিচারে
তোমাকে খুঁজেছে
তীব্র আসক্তির অন্ধকারে ৷