আষাঢ় এলে আকাশ জুড়ে কাদম্বিনী ছায়,
ঝমঝমিয়ে মল বাজিয়ে বৃষ্টি নামে তায়।
মাঠের জমি সিক্ত হলে চাষির বুকে সুখ,
ফসল ভালো হলে তবেই ঘুচবে ঘরে দুখ।
বর্ষা জলে সিনান করে ফুটে কদম ফুল,
ঝুমকো লতা সাজলো গিয়ে খুকুর কানে দুল।
খাল নদীতে উপচে পড়ে বৃষ্টিধারা খুব,
চঞ্চু ভরে জল ছিটিয়ে পানকৌড়ি দেয় ডুব।
মেঘ পিয়াসী চাতক করে বৃষ্টি সুধা পান,
সরস হলো বন- বনানী করে বৃষ্টি স্নান
বর্ষা মেয়ে খুনশুটিতে দিগ ভাসিয়ে যায়,
পুলক সুখে আকাশ আজি মেঘ মল্লার গায়।