দিন গুলো গুছিয়ে ভাঁজ করে রাখি
মন-আলমারি তে
নীল গোলাপি লাল সবুজ
হলুদ কালো
কাজের সময় মস্ত তালা
অবসরে চাবি বের করি
এক একটা রঙ
এক একটা শব্দের জন্ম দেয়
অদৃশ্য সুতোয় বসে তারা কবিতা হয়
আমি পান করি মেঘ
গান করি সবুজের
অন্ধকার সরিয়ে ফেলার মন্ত্র
যপ করি আয়ুতে
কচি ডাল দিয়ে এঁকে দিই
আগামীর সূর্য