অসহ দৃশ্যগুলো পরিচিত হতে হতে
ক্রমশ অতি পরিচিতির জল -ভাত উপমা ছাপ
পেয়ে সরসর সরে যাচ্ছে মনের মঞ্চ থেকে ।
দগদগে দাগহীন বেঁচে আছি
প্লেটুপথে ঝিম মারা মহড়ার মোড়ে ।
সিগন্যালে লাল চোখ এঁকে গেছে সময়ের হাত ।
কীভাবে এগোবো , কাঁধে হ্যামলেট আয়ু ধিকিধিকি !
লিয়রের শেষ দৃশ্যবোধ বুঝে
অরণ্য কেঁদেছে বহু শতাব্দীর শোকে ।
শোকের শেষ দানবিক শয্যা ছেড়ে চলো
শুরুর অরণ্য সুরে মানবিক নাগরিক হই ,
নতুন বীজের বুকে প্রাণ পাতি ধীরে ।
বিশুদ্ধ বিবেকের মৃত্যু নেই , জেনে
আবারও অঙ্কুর শ্রমে মাটির চেষ্টায়
আস্থা আর আশার তরঙ্গ তীরে
তুলে রাখি আরণ্যক অপেক্ষার শ্বাস ।