সুখের তরে বেড়ায় ছুটে
আশায় বেঁধে যে মন,
ঘরে আগুন লাগলো কখন
বুঝতে সে হয় অক্ষম।
মনের তাড়ায় সুখের পায়রা
ছোটে সুখের আশায় ,
সাধের সে ঘর ভেঙে চুরমার
স্বপ্ন গুলো ভাসায়।
জীবন নদীর একূল অকূল
হারিয়ে পাগল পারা,
নিরাশ হয়ে খোঁজে মুক্তি
সুখের জীবন ধারা।
আশায় আশায় বাঁধো যে ঘর
নিজের মতো করে,
ভাবনা চিন্তায় উদার হয়ে
রাখো ঘরটি ধরে।
যেমন আছো তেমন থাকো
বানাও সুখ মনে,
সুখের দেখা মিলবে তবে
থাকবে শান্তির সনে।