ধর্মের অন্ধকার দখল করে দেশ
মনের অন্ধকার প্রতারক বানায় মানুষকে।
এই অসময় বিষন্ন মুখে হাসি আসে না
যদি এই ভাঙাচোরা জীবনটাকে একটু গুছিয়ে নিতে পারতাম তাহলে চাঁদের মতন একটা বৃত্ত আঁকতাম।
দেখতে তার মধ্যে কলঙ্ক রেখা নেই,
আছে শুধু রক্ত রেখা ।
টাকা ছাড়া নাকি ভালবাসা শুধুই বোকামি?
তাতে শুধুই যন্ত্রনা থাকে আর সরলতা পাগলা গারদে ও আদর্শ নির্বাসনে।
তবু ব্যাকুল হওয়া কবির কলম স্বপ্নের কথা বলে শব্দের অক্ষরে।
গোলাপের গন্ধ নয় আমার পৃথিবীর চারপাশে গরম ভাতের গন্ধ ম..ম.. করে
জনি অশুভশক্তির জয়জয়কারে
কোণঠাসা করে বোকা ভালো মানুষ দের,
তবুও এই হেরে যাওয়ার মধ্যেও মনুষ্যত্ব হারিয়ে যায় না, বিবেক হারিয়ে যায় না।
একটা আলো-অন্ধকারে জ্বলে থাকে…
একটা আলো-অন্ধকারে জ্বলে থাকে।