অমানিশার আঁধার নামবে এবার ধরায়,
সাজবে হৈমন্তী ধরণী আবার দীপমালায়,
তবু মনের আঁধার তখনও ঘোচেনা হায়;
আঁধার মোচনে আবার ডাকবো মহামায়ায়,
নবরূপে আবির্ভূতা হবেন মা অমাবস্যায়;
সেই সন্ধিক্ষণে যাবো অন্ধকারে আলোর দিয়ে।
কালো রূপের আগুন জ্বেলে মায়ের আগমন,
দুঃখ দৈন্য ভুলে তখন করব মায়ের পূজন,
করবে সবে তমোনাশী শক্তির আরাধন,
রক্তজবা তাঁর পাদপদ্মে করলে পরে অর্পণ-
অন্তর ও বাহিরে সবার হবেই শুদ্ধিকরণ;
আঁধার কেটে ঝলকাবে আলোর অনুরণন।।