আঁধারের শেষে ভোর নিয়ে আসে প্রসন্ন অনুভব,
আলোর পরশে নিয়ত প্রবাহে জীবনের কলরব।
ভোরের আলোয় জেগে ওঠে ধরা কাকলী মুখর হয়ে,
মিষ্টিমধুর সে গানের রেশ সারাদিন যায় রয়ে।
দিগন্ত জুড়ে সোনালী আলোর ছটায় ভুবন ভরে,
আলোর ঝর্ণাধারায় ভরেছে পৃথিবীর বুক ওরে!
অন্ধকারের পেরিয়ে প্রহর শুধুই আলোর হাট,
আলোর ঝর্ণাধারায় ভরে যে পৃথিবীর মাঠ ঘাট।
প্রজ্ঞার আলো ভুবন ভরিয়ে বিবেক দিয়েছে জ্বেলে,
আত্ম- আলোকে জ্বালাও নিজেকে বুদ্ধ গেছেন বলে।
জ্ঞানের পরিধি বিস্তৃত হোক জ্বলুক প্রাণের আলো,
অন্ধ আবেগে দুর্বার বেগে উত্তাল হয়ে ছিল।
জ্ঞানের আলোয় অজ্ঞতা ক্ষমা-অযোগ্য অপরাধ,
দূর হয়ে যাক সংস্কারের অন্ধকারের রাত।
ভেসে চলে যাক আলোর ছোঁয়ায় অজ্ঞ অন্ধকার ,
সে আলোর খোঁজে দিকদিগন্তে খুলে গেছে কত দ্বার।
বিবেকের বাণী ছড়িয়েছে আলো বিশ্বের দ্বারে দ্বারে,
বিশ্ব কেতন উড্ডীন হলো আমাদের এই ঘরে।
প্রখর কিরণে কত না প্রহর কেটেছে আলোর ধ্যানে,
অচেনা আঁধার পেরিয়ে এসেছে কালের বিবর্তনে।