পেয়েছি অনেক; আমরা বসেছি মুখোমুখি
একদিন, কেঁপে কেঁপে, হাতে হাত রেখে; দু-দিন বিকেলে
পাশাপাশি ব’সে, ঘাসফুল দেখে, গভীর চুম্বনে সুখী
হয়েছি আমরা; এই সব যানজট সিগন্যাল ফেলে
দূরে গিয়ে এক দুপুরে আমরা বসেছি কাশবনে;
একটু দূরেই আমাদের দেখে সুখী হয়েছিলো আশ্বিনের নদী,
একটু একটু ঘন হয়ে না জেনেই ধীরেধীরে বাহুর বন্ধনে
বাঁধা প’ড়ে দীর্ঘশ্বাসে, কষ্টে, ভেবেছি আমরা যদি
এভাবে থাকতে পারতাম চিরকাল! তবে দীর্ঘশ্বাস
কবে আর বাস্তবায়িত হয়? শুধু হৃদয়কে হাহাকারে রাখে।
আমরাও পেয়েছি হাহাকার, আশ্বিনের বিষণ্ণ বাতাস
ঘিরে ঘিরে ঘুরে কাঁদিয়েছে তোমাকে আমাকে।
ফেরার সময় আমার শূন্য বুকে ঘুমিয়েছো, এরকম ঘুম
ঘুমোও নি বহুকাল; পথে পথে দুপাশের গাছে
আঁধারে দেখেছি আমি গুচ্ছগুচ্ছ উদ্বেলিত রক্তিম কুসুম।
বলো এর বেশি আমাদের কী পাওয়ার আছে?