আবার জন্ম নেব আমি
এই ত্রস্ত-পীড়িত মানুষেরই ভিড়ে
তপ্ত অগ্নি – মশাল জ্বেলে দাঁড়াব উঠে
পরাজিতের রুষ্ট বেদনা নিংড়ে।
নিঃশ্বাসে লিপিবদ্ধ ভীরুতা, মৌনতা
ক্ষত-বিক্ষত ইতিহাসের ব্যস্ততম প্রহরে
ধুমায়িত যন্ত্রণা যত রবে না মূল্যহীন
পদদলিত অর্ধনগ্ন হয়ে যারা আছে পড়ে।
তপ্ত সীসার মত পুড়ে
অনিচ্ছা নির্বাসনের বিজয়ফলক হাতে
উপেক্ষিত সহস্রাব্দের উৎসব ফেরা আমি
ফিরবো লুপ্তপ্রায় স্বাধীনতার কাঙ্ক্ষিত গিরিখাতে।