তোমার চিঠি পেলাম, বিদায়ের ইস্তেহার ।
কেঁদেছিলাম আমি সেই শেষবার ।
মন জিজ্ঞেস করেছিল, আর দেখা হবে না ?
তোমার চিঠি উত্তর দিল , আমি তোমার থাকলে তবে না !
দেখা হয়তো হলেও হতে পারে ।
পুরানো সেই চেনা রাস্তার ধারে ।
তখন তুমি আমার স্মৃতিগুলো দূরে সরায়ে ,
অন্যের হাত আপন বক্ষে জড়ায়ে ,
আমাকে না দেখার ভান করে থাকবে দাঁড়িয়ে ।
আর আমি একগাল দাড়ি নিয়ে ,
উদাস মনে আকাশ ছড়িয়ে ,
নিরব রবো তোমাকে হারিয়ে ।
দুঃখে আমি আবার হব আক্রান্ত ।
আবার হব ভবঘুরে, পথ ভ্রান্ত ।
তাই আর না দেখাই হওয়া ভালো, আমি মনে করি ।
এসো না শেষবারের মতো আরেকটি বার হাত ধরি ।