মেঘপিওনের হাতে দিলাম
কালো সাদা চিঠি,
অঝোর ধারায় বৃষ্টি এলে
হাসবো মিঠি মিঠি।
দাবদাহে জ্বালা পোড়া
বৃষ্টি তুমি এসো,
তোমার কথা স্মরণ করে
আবাল বৃদ্ধ মেসো।
বৃষ্টি তুমি দ্রুত এসো
করবো আমি খেলা ,
তোমার জলে স্নাত হয়ে
কাটাই দহন বেলা।
টাপুর টুপুর শব্দ শুনি
বৃষ্টি এলো বুঝি,
তীব্র দহন জ্বালার মাঝে
কোথায় তোমায় খুঁজি!
ঈশান কোণে মেঘ জমেছে
চিঠি তুমি পেলে,
ময়ূর কাঁদে পেখম তুলে
কোথায় তুমি গেলে।
ছোট্ট শিশু গান ধরেছে
আয় না বৃষ্টি ঝেঁপে,
ফুটিফাটা মাটি দেখি
যাচ্ছে কেমন কেঁপে।