আকাশে মেঘের ঘনঘটা,
ঘনঘন বিদ্যুতের ঝলকানি,
এই বুঝি বৃষ্টি নামবে মুষলধারে।
আর ভিজে যাবে পৃথিবীর মাটি,গাছ পালা সবকিছু!
কই না তো! কিছুই তো হলো না
গুমট হয়ে রইল আকাশটা।
অসহ্য দম বন্ধ করা পরিবেশ, নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
কেন যে এমন হল,
এমনটা তো হওয়ার কথা ছিল না,
তবে কেন আকাশ মেঘের প্রাবল্যকে এখনও ধরে রেখেছে।
আকাশ কি জানে না, আমি ভিজতে চাই
অনেকটা ভিজতে চাই,
যতটা ভিজলে আমার অস্রু বিন্দুগুলোকে কেউ দেখতে পাবে না।
ততটা ভিজতে চাই।