চুল পেকেছে দাড়ি পেকেছে
লাগাই তা’তে রঙ।
বলে গিন্নি, ‘দেখো,
বুড়ো করছে কতো সং।’
ভুলে গেলে তুমি,
একদিন এই বুড়োর
প্রেমে পড়ে ছাদনাতলায় বসে
বলেছিলে, ‘তুমি আমার স্বামী।’
যদিও কোমরে আছে ব্যাথা
দাঁত করে কনকন,
তবু এখনো আমি
আছি টনটন।
হাতে নেই বল, চোখে দেখি কম
হইও না অবুঝ,
আছে আমার হৃদয়
এখনো চির সবুজ!