তোর পছন্দ বৈশাখের তপ্ত দুপুর,
আমার ভালো লাগতো মিঠেল চাঁদের রাত।
তোর পছন্দ বুড়ো বটতলা,
আমার মৌবনী মাঠ।
তোর পছন্দ এসি টু টায়ার,
আমি বলতাম স্লিপারেই বেশ।
দেখা করতে চাইতাম পুরোনো কাঠের ব্রীজে,
তুই চাইতিস ভিক্টোরিয়ার মাঠ।
আজ দুজনে দুই পৃথিবীতে।
চেয়েছিলাম হয়তো দেখা হবে
কোন জলসায় অথবা লোকারন্য নীল সন্ধ্যায়,
দেখা হল আন্দোলনের তরজায়।
আমি চাকরী প্রার্থী,আর তুই
আন্দোলন দমনকারী।
আজ আর পার্থক্য করিনা
সূর্যের তেজ বা মিঠেল পূর্ণিমার।