আমার আবেগের নাম রবীন্দ্রনাথ—
রবিঠাকুর আমার গ্রীষ্মকালের আস্ত নির্জন দুপুর।
মনখারাপের বাদলা দিনে দমকা উতল হাওয়া,
আমি ধার করেছি রবীন্দ্রনাথ আমার প্রতিটি বিনিদ্র রাতে,
আকন্ঠ শুষেছি আমার পুরানো ব্যাথা ভুলতে।
আমার বৈধ প্রেম রবীন্দ্রনাথ,অবৈধ প্রেম ও তাই।
আমার অহংকারের চৌকাঠ রবিঠাকুর,
আমার কপোল তলে চোখের জলে প্রতিবিম্বিত শুধু রবি কবি।
ঠাকুর ঘরের সিংহাসনে উপবিষ্ট উপাস্য দেবতা।
আমার নিঃশব্দ যন্ত্রণার,বোবা কান্নার অপ্রতুল সাক্ষী,
আমার বাঁধ ভাঙা আনন্দের অন্যতম শরিক।
পিতৃস্নেহের পরম আশ্রয় কেবলই রবীন্দ্রনাথ।
আমার শাসন,আমার সোহাগ—সে তো কবিগুরু।
আমার আদর্শ,না বলা কথা সবটুকু জুড়ে শুধু একটি নাম!
আমার জীবনের কান্ডারি,মরণের পারানি উৎসর্গীকৃত রবীন্দ্রনাথের নামে।।