তোমার আপত্তি আর সম্মতি
এই দুটোতেই তো জীবন চলে আমার….
কবিতার পান্ডুলিপি এবং সূর্যাস্তের সকল চিহ্ন
নিঃসঙ্গ প্রজাপতির ডানায় ভর করে উড়ে চলেছে
সর্বহারার কোরাস সমারোহে।
অনুভবের সাতকাহনে অথবা
জল্পনা-কল্পনার শেষ আবদারের চুম্বনে
শৈত্যের পরে বসন্তের আগমনের মতোই
আমার মুক্তি।
এখানে সর্বনাশা হাওয়ায় উড়ছে
যাবতীয় আক্রোশের সাংকেতিক চিহ্নের কুটিলপ্রবাহ,
মস্তিষ্কে অনর্গল ভিড় করছে
নৈবেদ্যের অজস্র রূপকল্প,
গ্লাডিয়েটরদের মৃত্যুকূপে বেঁচে ওঠার অদম্য লড়াই
আর, সকল নিস্তব্ধতাকে গ্রাস করে
নতুন করে প্রেমে পড়ার যে অনুভূতি,
এতেও আছে আমার মুক্তি।
সমস্ত দৃশ্যলোক যেন জড়াগ্রস্ত বধির,
এখানে অপদর্শনের ঘূর্ণিপাকে
ভেসে যাচ্ছে মূল্যবান জীবন,
নিস্পন্দ হয়ে পড়ছে অনন্ত বিকেলের গল্প।
নিদারুণ চৈত্রের শেষ দুপুরে
ঝলসে যাওয়া শত যুক্তি-তর্কের আঙিনা বেয়ে
গড়িয়ে চলা উচিত-অনুচিতের
সংজ্ঞায়িত শব্দের পঙক্তিতে মিশে থাকা
নাট্যক্ত প্রকাশভঙ্গিতেও
বয়ে চলেছে আমার মুক্তি,,,।