আমি তারে ভালবাসি অস্থিমাংস সহ,
অমৃত সকলি তার—মিলন বিরহ।
বুঝু না আধ্যাত্মিকতা, দেহ ছাড়া প্রেম-কথা,
কামুক লম্পট ভাই যা কহ তা কহ।
কোথায় স্থাপিয়ে মূল ফোট্ প্রেম-পদ্মফুল ?
আকাশ-কুসুম সে যে কল্পনা কলহ ?
আত্মায় আত্মায় যোগ, বুঝি না সে উপভোগ,
অদেহী আত্মারে আগে কিসে ছুঁয়ে লহ ?
তোমাদের রীতি নীতি বুঝি না পবিত্র প্রীতি,
তোমরা কি পৃথিবীর মরলোক নহ ?
আমি ভাই ভালবাসি অস্থিমাংস সহ।
আমি তারে ভালবাসি অস্থিমাংস সহ।
আমি ও নারীর রূপে, আমি ও মাংসের স্তুপে,
কামনার কমনীয় কেলি-কালীদহ—
ও কর্দমে—অই পঙ্কে, অই ক্লেদে—ও কলঙ্কে,
কালীয়নাগের মত সুখী অহরহ,
আমি তারে ভালবাসি অস্থিমাংস সহ।
আমি তারে ভালবাসি অস্থিমাংস সহ।
ধরার মানুষ আমি, আমি ভাই মহাকামী,
আমার আকাঙ্খা সে যে মহা ভয়াবহ।
আমিঙ্গনে ভাঙে চূরে, শ্বাসে হিমালয় উড়ে,
চুম্বনে ঘুর্ণিত হয় গ্রহ উপগ্রহ।
আমাদেরি কেলিভরে পৃথিবীটি উলটি পড়ে,
ও নহে সাগরের বান তোমরা যা কহ।
মর্দনে মন্থনে বুকে, অগ্নি উঠে গিরিমুখে,
ভূমিকমেপে কাঁপে বিশ্ব ভয়ে অহরহ।
আমি তারে ভালবাসি অস্থিমাংস সহ।
আমি তারে ভালবাসি অস্থিমাংস সহ।
আমি মহাকাম-পতি, সরলা সে মহারতি,
মরিলে মরণ নাই নাহিক বিরহ।
অনঙ্গ—অনঙ্গ-রঙ্গে, সদা থাকে এক সঙ্গে,
সে আমার আমি তার মহা গলগ্রহ।
মোদের নির্বাণ নাই, আমরা না মুক্তি চাই,
অনন্ত ধ্বংসের বর তোমরাই লহ।
আমাদের ভালবাসা অস্থিমাংস সহ।
আমি তারে ভালবাসি অস্থিমাংস সহ।
জানি না নিষ্কাম কর্ম, বুঝি না নিষ্কাম ধর্ম,
বুঝি না “ঘোড়ার ডিম” তোমরা কি কহ।
আমি শুধু চাই—চাই, চাহিতে বিরক্তি নাই,
না পেলে অনন্ত-ভিক্ষা জীবন দুর্বহ।
হায় হায় কেবা জানে, কি মহা গহ্বর প্রাণে,
কোটি বিশ্বে নাহি ভরে সে পোড়াদহ।
এস ভাই মহা সুখে, তোমাদের (ও) লই বুকে
শত্রু মিত্র অবিভেদে যে যেখানে রহ।
এস সুধা, এস বিষ, এস পুষ্প কি কুলিশ,
এস অগ্নি, এস জল, এস গন্ধবহ।
আমার স্বার্থের আশা, মহাস্বার্থ ভাসবাসা,
এস হে আমার বুকে করি অনুগ্রহ।
অরূপ আত্মায় ভাই, ভরে না এ গড়খাই,
আমি ভালবাসি তাই অস্থিমাংস সহ।
এস হে আমার বুকে করি অনুগ্রহ।
আমি তারে ভালবাসি অস্থিমাংস সহ।
সুন্দর কুত্সিত হৌক, উলঙ্গ আবৃত রৌক,
কুরুচি বলিয়া কর কলঙ্ক-নিগ্রহ।
থাক তার মহা কুষ্ঠ, আমি যে তাতেই তুষ্ট,
তোমরা দেখো না, নয় ভয়ে দূরে রহ!
চন্দন আতর সম, তার পুঁয প্রিয় মম,
শরীরে মাখিলে যায় যাতনা দুঃসহ।
থাক্ তার শত পাপ, থাক্ শত অভিশাপ,
সে আমার বিধাতার মহা অনুগ্রহ।
আমি তারে ভালবাসি অস্থিমাংস সহ।
আমি তারে ভালবাসি অস্থিমাংস সহ।
আজো তার ভস্মছাই, বুকে রেখে চুমা খাই
আজো সে গায়ের গন্ধ বহে গন্ধবহ।
আনন্দে উল্লাসে খুলি আজো তার চুলগুলি,
গলায় বাঁধিয়া আহা জুড়াই বিরহ।
আজো তার প্রতিচ্ছায়া, ধরিয়া নূতন কায়া,
স্বপনে আসিয়া করে সপত্নী-কলহ।
আজো সে-লাবণ্য তার, সুধা মন্দাকিনী-ধার,
ভরে ব্রহ্মা-কমণ্ডলু আদি পিতামহ।
আমি তারে ভালবাসি অস্থিমাংস সহ।