এই জীবনের খোলা পাতায়
নামটি যখন, দিলে লিখে।
ভরে যে গেল জীবন আলোয়
সময় কাটছে, তোমায় দেখে।
তুমি; আমার নতুন অরুণ-আলোর
স্নিগ্ধ নরম, স্পর্শ কোমলতার।
গ্রীষ্মের এই উষ্ণতা থেকে
শীতল বারিধারা, দিকে দিকে।
তুমি; বর্ষার এই অঝোর বর্ষণ
ছাতা হয়ে, দাও আস্তরণ।
বর্ষণসিক্ত অশন ও বসন
দাও ললাটে, উষ্ণ চুম্বন।
তুমি; শরতের এই শিউলী কাশ
যায় দুলিয়ে, মনের আকাশ।
শিশির ভেজা এই হেমন্ত
দিচ্ছ ভিজিয়ে, এই পদপ্রান্ত।
তুমি; শীতের এই রুক্ষ আবেশ
দাও ভরিয়ে, উষ্ণতার পরশ।
বসন্ত যখন দুয়ার প্রান্তে
জীবন আমার, প্রেম সীমান্তে।।