আমি এক কলম সৈনিক কলম ছুঁয়ে করছি অঙ্গীকার
সগৌরবে রবে বিশ্বে কলম সৈনিকের অধিকার
ঐক্যমন্ত্রে একজোট আজ কলম সৈনিকের দল
লিখনী হবে তেজোদীপ্ত সইবেনা কপট ছল।
ছায়াময় বিশাল বটবৃক্ষ যেমন তাঁর ছায়াতলে
অগুনতি জীবে ছায়া করে দান হৃদয়বত্তা বলে
কলম সৈনিক অনুরূপ তেমনি সবারে জড়ায়ে রাখে
উৎসাহ উদ্দীপনের মন্ত্রে প্রীতির ছোঁয়া মাখে।
নবীন- প্রবীণ সকল কলম স্বতঃস্ফূর্ত চলে
আপনমনের ভাবনারা সব মূর্ত শব্দের দলে
সৃজন কর্মে প্রেরণা পেয়ে সকলে আত্মহারা
কবিতা,গল্পের ফুলঝুড়ি ছুটে রাশি রাশি ভারা ভারা।
উদার আকাশের মতোই উদার কলম সৈনিকের আঙ্গিনায়
ভাব- কল্পনার খেয়াতরী বেয়ে কতো কবি আসে হেথায়
মাতৃভাষা বাংলা সবার চিত্তের অহংকার
ভাষার কারনে দিয়েছে অঞ্জলি প্রাণের উপহার।
কলম সৈনিক আপন কর্মের সৃষ্টিশীলতায় অনন্য স্থানে আজ
স্বীকৃতি তাঁর শোভেছে শিরে যশের পালকে সাজ।
ধন্য আমার কলম হলো কলম সৈনিক হয়ে
অঙ্গীকারে গেয়ে যাই গান কলম সৈনিকের জয়ে।