মনে হয় সমস্ত মোহ ছিঁড়ে
মিশে যাই ঘাসের ভিতরে
চরিত্র গঠনে আরো অনেক
বলিষ্ঠতা আনতে হবে,
স্মৃতির বাসরে!
কে বলবে জীবনের কথা?
সেই অপেক্ষায় নির্ঘুম রাত কাটে…
জলের শরীরে আগ্নেয় আভাস
উজ্জ্বল হাসি স্তরে স্তরে সৃষ্টি করে
সংগীতের মূর্ছনা
তবুও কুয়াশা কেনো চারিদিক
কেনো দুই চোখে ভরা নেই
সমুদ্রের ঢেউ!
প্রশ্ন অনেক উত্তর মেলেনি….