আকাশ ছোঁয়ার ইচ্ছে-মুখে
ঘুমের বড়ি যেই দিয়েছি ,
আর এক আকাশ বলছে ডেকে
— হাত বাড়াও ।
গুটিয়ে নিতে হাত পেতেছি ,
আমার আয়ু মেঘের ডানায়
ইতস্তত বৃষ্টি শানায়
অবাধ্য সুখ , দুঃখ আমার বুঝছে না !
অতৃপ্ত শ্বাস দিই ভাসিয়ে
রাতের অতল খাক গিলে খাক ।
ভোরের জোয়ার ফিরিয়ে আনে
হারাতে চাই , হারাতে তল দিচ্ছে না !
আরাধ্য বোধ অন্তঃমিলে মিলছে না ।