সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব
আমরা মানুষ ।
মর্গে আমাদের ভাইয়ের
বেওয়ারিশ মড়া পচে ,
আবার একটা মড়ার জন্য
বাজারের ফুল নিঃশেষ করি ,-
চিতাভস্ম নিয়ে করি কাড়াকাড়ি –
আমরা মানুষ !
জীর্ণ খড়ো ঘরের স্যাঁতসেঁতে মেঝেতে
বিনিদ্র রাত কাটিয়ে
দিনভর স্কাইক্রেপারের গাঁথুনি গাঁথি ,
আমরা মানুষ !
চিড়িয়াখানায় আবদ্ধ পশুদের
মজা করে আমরা দেখি ;
সভ্যতার মঞ্চে আমরা
হিংস্র শ্বাপদের ‘রোল’ করি –
আমরা মানুষ !
মন্দির, মসজিদ , গীর্জায়
প্রেম-প্রীতির বুলি আওড়াই ,
আবার হিংসার পেরেক দিয়ে
ভাইদের ক্রূশবিদ্ধ করি –
আমরা মানুষ !