আব্বুলিশ নং ওয়ান কথা
বলছি সবাই শোনো,
আঙ্গুলে তার মজার কীর্তি
একে একে গোনো।
সারাক্ষণ তার চটর পটর
মুখখানা যে চলে,
রাতের বেলাও নেইকো বিরাম
রাখে বালিশ তলে।
আব্বুলিশ আর পটলা মাধাই
তুলি রিনি বিলে,
পৌষ সংক্রান্তির শীতের রাতে
পিঠে চুরি মিলে।
সবাই ছুটে পুকুর পানে
মহা হুল্লোড় করে,
জগাইর চোখটা পিঠের পানে
জিভের জলটা ঝরে।
চানটি করে আগুন জ্বেলে
পিঠে আনতে গেলে,
সবার চোখ যে ছানাবড়া
শূন্য থালা মেলে।
জগাই কোথা! নেইকো হদিশ
হাপিস পিঠের থালা,
আব্বুলিশ এর কান্ড দেখে
অবাক হবার পালা!