তোরই জন্য বৃন্ত সকাল
ফুটতে ফুটতে ক্লান্ত দুপুর ।
বৃষ্টি হওয়ার ভাবনাগুলো
টুপ টাপ টুপ উড়তে উড়তে
ঝড়ের ভয়ে গুটিয়ে ডানা
মেঘের বুকে চুপটি নূপুর !
এমন হওয়ার কথা তো নয় , হচ্ছে কেন ?
যেদিন থেকে দূর হলি তুই পান্থ পুকুর ,
নীড় পেতেছিস্ শীত কাতুরে লেপের ভিতর
সুখের আগুন , একলা একা হাঁটছে ফাগুন
আমার মনে , চতুর্দিকে ঘোর জলাশয় ,
তাও পিপাসা শান্তি সুদূর
কি নেই যেন !
আমার কন্ঠে কথার পাহাড়
আবহমান পরাগধানী ।
সুর আছে তো তোর বাগানে ,
গান হলো না , দু’ জন একা !
গন্ধ এদিক , পাপড়ি ওদিক
মধ্যিখানে ফুলপরীকে
ফুলদানিটা খুঁজছে জানি ।