আপশোসহীন জীবন হয় না
অনেক ছোট বড়ো অপশোস নিয়েই তো
জীবন হাঁটতে থাকে
সময়ের পথে
আমি মাঠে দাঁড়িয়ে দেখেছি
কাদামাখা কচি কচি পা’য়ের হৈচৈ
কদমের সুরে সুর মিলিয়ে
ঝরেছি তারই মতো
বেলুন পাখা পেলে পাখি হয়
চোখ বুজে অনুভব করেছি
শুধু তোমাকে না পাবার আপশোষ করলেই
মন চিৎকার করে বলে-
কিছু আপশোস জন্ম দেয়
কবিতার