আপন জীবন যদি লুকানোই হয়
আর দেখানো জীবন যদি বিজ্ঞাপন হয়
তবে হে মহাজীবন আর এ কাব্য নয়
ভয় হয় বুঝি সব একাকার হয়।
পান থেকে চুন কবে খসে পড়ে গেছে
নিভে যাওয়া দীপ আর জ্বালেনি সময়
বহু দূরে চলে গেছে বন্ধু আমার
খবর এসেছে কভু মন্দ সে, কভু ভালো হয়।
মনে পড়ে রোজ রোজ করি তার খোঁজ
কি ভাবে যে কাটে রাত ঘুম ভেঙে যায়
কে জানাবে তাকে ভাবি শূন্য বিছানায়
বিরহ বিষেতে পুড়ে যায় এ হৃদয়।
বিরহ বেদনা যবে সীমানা ছাড়ায়
বুকে জমা কথা গুলো ব্যথা হয়ে যায়
প্রকাশিত ভালোবাসা হারাবার ভয়
তাই তাকে লুকিয়েছি বুকের খাঁচায়।
মুখে ভালোবাসা কথা বলি নাকো আর
যে পারে দিয়েছে ব্যথা শুধু বেদনার
সত্যি জীবন টাকে সামনেই চাই
ভালোবাসা তার আশা লুকাবার নাই।।