যাদের পায়ের নীচে মাটি থাকে
মাটিতে প্রোথিত থাকে শেকড়ের মতো
শক্তপোক্ত তাদের দুই পা
পা দুটোয় ভর করেই তারা ক্রমশঃ
সব বাধা অতিক্রম করে যায়
পৌঁছে যায় তাদের গন্তব্যেরও ওপারে
স্বপ্নময় দু’চোখ থেকে তখন
বিকীর্ণ হয় ভবিষ্যতের অন্তহীন আলো
যে আলোর আঁচড়ে আঁকা হয়
জীবনের নিত্য নতুন চিত্রলিপি
যাদের পায়ের নীচে মাটি নেই
যাদের মাটি গেছে সরে সরে
তাদের অবলম্বন থাকে পরগাছার মতো
আদ্যন্ত পরনির্ভর
তাদের দু’চোখের স্বপ্ন ভেঙে গড়িয়ে নামে
সব হারানোর অশ্রুজল
যে জলের আঁচড়ে আঁকা হয়
শুধুই চোখের জলের ক্ষত
পায়ের নীচে মাটি খুঁজে খুঁজে
আর দু’চোখ ভরে স্বপ্ন দেখার স্বপ্নেই
এ’জীবনের আনিঃস্ব বেঁচে থাকা ।