যে খিদের জন্য কবিতা পাই নিজস্ব যাপনে
আশীর্বাদ করি
সে আজীবন স্বাস্থবান থাকুক !
আমার হাড়ি ভর্তি শব্দেরা উথলে উঠুক -আহ শান্তি !
নিত্য নতুন পোষাক মনের -নইলে অবসাদ,
ঘর গোছানে শেষে ঢের বাকি চৌকাঠ থেকে চাঁদ
সুবুজ গালিচা পাততে হবে -পূর্ণ প্রেম !
যে খিদের জন্য কবিতা পাই নিজস্ব যাপনে
আশীর্বাদ করি
সে আজীবন স্বাস্থবান থাকুক !
আমার হাড়ি ভর্তি শব্দেরা উথলে উঠুক -আহ শান্তি !
নিত্য নতুন পোষাক মনের -নইলে অবসাদ,
ঘর গোছানে শেষে ঢের বাকি চৌকাঠ থেকে চাঁদ
সুবুজ গালিচা পাততে হবে -পূর্ণ প্রেম !