সেই মানুষটা
সারাদিন ইঁট ভাটায় কাজ করে
কাজ করে ক্ষেতে
পাহাড় কেটে রাস্তা বানায়
খবরের কাগজ বিলি করে
খুচরো পয়সার সাথে
খুচরো স্বপ্ন জমায় রোজ
সন্ধ্যায় বাড়ি ফিরে
পেটের আগুনে কিছু কয়লা ফেলেই
খোলা আকাশের নীচে
একফালি বারান্দায় বসে
চাঁদের হিংসায় না মেতে
বাতাসের কাঁধে মাথা রেখে
সন্ধ্যাতারার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ
এক অদৃশ্য আনন্দ-শক্তি এসে বসে
তার কপালের ঘাম বিন্দুতে
তাইতো আবার পরের দিন
তারা যুদ্ধের সৈনিক
জীবনকে ভালোবেসে
জীবনের জন্যই এ যুদ্ধ
তাদের ক্লান্তি নামলে
সভ্যতার পায়ে বেড়ি