এতটা দুঃখ পেতে হবে জানলে কোনদিন লেখালেখির জগতে প্রবেশ করতাম না
সত্যের পথে চলতে গিয়ে
মিথ্যের আশ্রয় নিতে হবে জানলে
সত্য কথা লিখতাম না
অপমানের পরে সম্মান পেলে তা জীবনকে বড় আনন্দ দেয়
সম্মানের পরে অপমান জুটলে হৃদয় আত্মহত্যার পথ বেছে নেয়
কোনদিন ভাবিনি যারা কাছে টেনে নিয়েছিল তারা দূরে ঠেলে দেবে
কোনদিন ভাবিনি সব কিছু পেয়েও সব হারিয়ে যাবে
যে হাতে যারা দিয়েছিল পুরস্কার
সেই হাতেই তারা হাসিমুখে দিল তিরস্কার
সোজা পথ এত বাঁকা জানলে এই পথে আসতাম না
আদর্শহীন জীবনই আজ বড়ই আনন্দের
চোখ থাকতেও অন্ধ হয়ে থাকা মানুষেরাই আজ সবকিছু ভোগ করছে
আমি হেরে গেলাম সবার কাছে
আমি হেরে গেলাম সময়ের কাছে
মন বলছে সময় বেশি নেই
সময় বেশি নেই ঘড়ির কাঁটা ঘুরছে
যাবার সময় বুঝি হয়ে এসেছে
সময় বেশি নেই সময়ই বলছে।
সময়ের কথা বলতে গিয়ে
সময়ের গতিতে চলতে গিয়ে
হয়তো তোমাদের দিয়েছি কিছু ব্যথা
এখন হাসতে থাকো তোমরা
যদি কোনদিন হাসির শেষে আবার পাও ব্যথা
মনে রেখো প্রিয় সময়ের সাথী
মনে রেখো এই আধ মরা কবির কথা।