যারা সিঁড়ি বাানিয়ে হারিয়ে যায়
তাদের জন্যএকটা চারা পুঁতে রাখি
মনের বুকে
ধীরে ধীরে ওরা বড় হলে
তার সবজে ওড়নার তলে বসি
খরগোশ মনকে স্থির করার চেষ্টায়
দেহের রক্তাক্ত স্মৃতি নষ্ট করতে
জন্ম দিই রক্ত পদ্মের
সূর্যের তেজ
সেই সুন্দরের মাঝে রাখলে
নতুন আমির জন্ম হয়
তার চোখের তীক্ষ্ম তীরে
জীবনের অজস্র মৃত্যুর
মৃত্যু হয় বারেবার
সিঁড়ি বেয়ে নেমে যায়
শেষ শিকড় অবধি
আদি কবিতা-পাত্রে রাখা আছে
আলো-অমৃত