ছন্দ আমার হারিয়ে গেছে
খুঁজে না পাই আজ
চাঁদের উপর নরম হিয়া
বাইরে অথৈ কাজ
দেখে তোমায় মন ভরে না
লেখে ভরে না প্রাণ
মনের মাঝে সিনাই শালিক
বিকেল শোনায় গান
তোমায় খুঁজি নীলচে পাতায়
চায়ের মোহ মুড়ে
তোমার নামের সূর্য ওঠে
আমার পূর্ব জুড়ে
বেশ তো আছি ভাবনা নিয়ে
আঁকছি পাগলামো
কাজের ঘুমে সময় পেলেই
বৃষ্টি হয়ে নেমো