হে কবিতা!
তুমি কবির হৃদয়ে নিজেকে জাগ্রত করো।
তুমি ব্যথার গহ্বরে এনে দাও আনন্দের রোশনাই,
তুমিই তাজমহলের তাজ, ব্যাপ্তিতে তুমিই আকাশ।
তোমার চেরি রঙ ঠোঁটে ঠোঁট রেখে আমি জগত দেখতে চাই
তুমি স্বেচ্ছাচারীর ভয়, পাপীর আতংক
তুমি কালপুরুষের বলিষ্ঠতা, তুমি আত্মার আত্মীয়।
তুমি গ্রীষ্মের দাবদাহে এনে দাও স্নিগ্ধ শীতল বৃষ্টি
তুমি বসন্তের পলাশ রাঙা রক্তিম আবেশ।
যতদিন পৃথিবীর বুকে আবেগ থাকবে, অনুভব থাকবে
অনুরাগের কণায় কণায় বিরাজ করবে একটি করে কবিতা।
যতদিন সৃষ্টি থাকবে, মনুষ্যত্ব থাকবে
ততদিন আদর্শ আবেগের সাথে থাকবে একটি করে কবিতা।
যতদিন ভালোবাসা থাকবে, বিচ্ছেদে ছিন্নবিচ্ছিন্ন হবে প্রেমিক হৃদয়
সম্মোহনে শক্তি যোগাবে নিভৃত শান্ত কিন্তু বলিষ্ঠ একটি কবিতা।