কামিনীকাঞ্চন অধরায় স্পর্শকাতরতা চিনচিন করে
ধমনীর গোপন কুলকুল স্রোতে,
হিংসা তাই ঘাড় ধরে উঠ-বস করায়
শাস্তি পেতে ভালবাসি,
অহোরাত্র সেই স্বপ্ন দেখেও আঁশ মেটে না
স্বর্ণগম্বুজের চূড়োয় হাওয়া খেতে চড়ি।
রিরংসার তৃপ্ত স্নানে ও কুলুঙ্গিতে জমানো
বিপুল ঐশ্বর্য প্রশান্তির প্রচুর ছায়া দিলেও
অধৈর্য হয়ে আরেকটি মানুষ দেখি।
মরচে পড়ে সুখের গায়ে, জং ধরেছে কতদিন আগে,
তবুও অবাধ্য পাগল অপরাধ করে।
সুধাময় দুটি আশ্চর্য সুখের দুঃখ বন্টনে
কি প্রবল তৎপরতা!
ঘোড়া লাগাম ছেড়ে দিশেহারা হতেই
এমন সব কান্ড ঘটে আর আর
আমরা গলায় পরি দড়ি।