প্রতিদিন হিজিবিজি আঁচড় কেটেই চলি…,
তুমি বলে ওঠো আহা, অপূর্ব!
যা মনে আসে লিখতে পিছপা হইনা,
এ যেন বাঁচার রসদকে গতি দেয় আমায়…,
ভাবুক কলমের ডগাতে শব্দ বসিয়ে,
প্রতিদিন নতুন নতুন সৃষ্টির আঁচড়ে এক একটা
পাতে দেওয়ার অযোগ্য কবিতার জন্ম!
তবু তুমি আপ্লুত হয়ে ডাক দাও “প্রিয় কবি”!
প্রিয়,অপ্রিয়,সেরা ওসব না বুঝে মেতে উঠে
আমার কলম,
ডানা মেলে ওড়ে স্বপ্ন সন্ধানী ইচ্ছেরা আপন ছন্দে।
এমনকি এক টুকরো খবরের কাগজ,সামান্য লিফলেট,দোকানের বিল কিছুই বাদ যায় না
মনের মধ্যে ধেয়ে আসা শব্দ স্রোত থেকে !
লাজুক কণ্ঠে বলি,”দূর কি যে বলো,আমি তো সামান্য সব শব্দ শ্রমিক,
একতাল মাটি নিয়ে আজন্মকাল থেকে আদল দেওয়ার চেষ্টায় রত!
আদৌ কি সেগুলো কবিতা হয়ে উঠছে,কে জানে!