একটি কথা বলবো তোমায়,
আজ শুভ মিষ্টি সকাল বেলায়।
সুর সোহাগী ভৈরবী সুর ভেসে আসে কোন সে বাদল ধারায়।
বেলি জুঁইয়ের সুমিষ্ট গন্ধে, পাখির কিচিরমিচির কুহুতানে
ঘুমভাঙানিয়া সুরে আজ একটি নতুন কবিতা শুভ জন্মদিন।
শুভ জন্মদিনে তোমায় শোনাবো
আকাশ থেকে ভেসে আসা রাগিণীর গান।
তোমার আলোর মতো মন,
ফুলের মতো স্বভাব।
একটি করে শব্দ নিয়ে গাঁথা একটি সবুজ কবিতা।
কবিতা মানেই তুমি,
তোমার বলা কথা গুলোই এক একটি কবিতা। এক নীরব সাধনা।
কবিতা মানেই দূর আকাশের ছলছল একটা অনিমেষ নীল কাজল কালো চোখ।
কবিতা তুমি অনুভূতির নির্যাস, জীবনের অনেক কিছুকে উপলব্ধি করা।
কবিতা মানেই তোমার সাথে বৃষ্টিতে ভেজা ,জুড়িয়ে দহন জ্বালা। নতুন এক জীবন পাওয়া।
ভুলে ভরা কোটি মানুষের মাঝে বন্ধু তোমার হাতটি ধরে পথ চলা।
আলো আাঁধরি এই জীবনে কখনও তুমি মুর্শিদ কখনও তুমি পরম বন্ধু,কখন হও প্রেমিক। কখনও বা নীল আকাশে ভাসমান মেঘে উড়িয়ে নিয়ে যাও আমায় সাত সমুদ্দর সপ্ত নদীর পাড়!