কোয়েল দোয়েল ফিঙে আছে সুখে ভবে
শিসের মাতনে পাখি পাখা মেলে ওড়ে,
ভোরের বেলায় ডাকে কুহু কুহু রবে।
প্রজাপতি মধুপেরা বাগে বাগে ঘোরে
পরাগের মিলনেতে পাখা মেলে ধরে,
ভ্রমরেরা মধু খোঁজে আসে সব জোড়ে।
শীতলের সমীরণে পাতা খেলা করে
ফাগুনের কথা শুনে পুষ্প রাঙা লালে,
কৃষ্ণচূড়া রাধাচূড়া আছে গাছ ভরে।
ফাগুনেতে দোলখেলা ফাগ দেবে ভালে
রাধাকৃষ্ণ প্রেমে ভাসে পিচকারি জলে,
মৃদঙ্গ মন্দিরা বাজে নাচেরই তালে।
গুলালে আবিরে ফাগে রঙ খেলা চলে
অষ্টসখী সাথে কানু হরি নাম গানে,
নগরের ভক্ত জনে দেখা দাও বলে
সারাদিন প্রভু নাম শুধু শোনে কানে।