ঠাকুর মায়ের গল্পের ঝুড়ি
রাক্ষস খোক্ষস ভরা,
নীলকমল আর লাল কমলে
আছে কত ছড়া।
ব্যঙ্গমা ও ব্যঙ্গমীর ডাক
সবার মনে থাকে,
খোকা খুকুর মুস্কিল আসান
মাথার মধ্যে রাখে।
রাতের বেলায় লম্ফ জ্বলে
আলো আঁধার ছায়া,
ঠাম্মা দিদুন গল্প শোনায়
মায়াবতীর মায়া।
তালের পাতার পাখার বীজন
শান্তি আনে মনে,
গল্প শুনে ঘুমিয়ে যায়
নাতি নাতনির সনে।