কি দারুন জ্যোৎস্না উঠেছে!
সত্যিই এক মায়াবী আলোয় ভেসে
যাচ্ছে চরাচর!
আমি যখন ‘ও চাঁদ সামলে রেখো জোছনাকে…
গান গাইতে গাইতে তোমার কাছে
পৌঁছাবার চেষ্টা করছিলাম –
ঠিক তখনি আকাশের ঐ আলোর
পথ ধরে নেমে এলো সেই ছেলেটা!
এমন অতর্কিতে যে ভাবনার একটুও
অবকাশ দিলো না!
সেই ছেলেটা যে আমি কিছু ভাবলেই
অতর্কিতে সামনে চলে আসে অজান্তেই
আর ঠিক তখনি আমার জানা চেনা
আমার আমি কে হারিয়ে ফেলি,
আমি তার ভাষাতেই কথা বলি ,
ভাবিও তার মত করেই!
বুঝতে পারি যে আমি যা বলতে চাই
তা বলা হয় না!
সে তার মত করে আমার ভাবায়,
লেখাতে বাধ্য করে হিজিবিজি সব কথা !
আজ তাই মনে শক্ত করলাম, না আর নয়
আজ আর কোনো প্রেমের কথা লিখবো না
ভালোবাসার কথাও লিখবো না!
আকাশের দিকে তাকিয়ে কিছুই ভাববো না!
তারাদের সারিবদ্ধ করার চেষ্টাও করবো না
এমন কি ভাববো না তোমার কথাও!
কিন্তু তু্মি তো চিরদিনের মত মনের গভীরে আছ
মনের অন্তরালে বিশাল একখানা জায়গা
নিয়ে বসে আছ!
সারাদিনের কাজের মধ্যে তুমি লুকিয়ে থাক,
কিন্তু মাঝে মাঝে তোমার ভাস্বর শিহরণ
জাগায় মনের গভীরে!
সব বাঁধাকে কে উপেক্ষা করে সশরীরে
এসে সামনে দাঁড়াও আর বল-
‘আছি আমি থাকবো আমি ‘…